বর্তমানে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন না এমন নারী খুঁজে পাওয়া কঠিন। পার্লারে গিয়ে চুল পরিপাটি করার সময় হচ্ছে না, বাসায় বসে নিমিষেই ঠিক করে ফেলুন আপনার চুল। 

কোঁকড়া বা ঢেউ খেলানো চুল সোজা করতে স্ট্রেইটনারের জনপ্রিয়তা রয়েছে। বর্তমান বাজারে ফিলিপস, প্যানাসনিক, কেমি, প্রমোজার, নোভাসহ বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার পাওয়া যাচ্ছে। হেয়ার স্ট্রেইটনার কেনা কিন্তু কোনও প্রসাধনী সাজসরঞ্জামের দোকানে গিয়ে চটজলদি এটা সেটা কিনে ফেলা বা অনলাইন কেনাকাটার মতো সহজ কাজ নয়। চুলের জন্য সঠিক ও ভালো হেয়ার স্ট্রেইটনার কেনার আগে কিছু বিষয় মনে রাখা দরকার। নয়তো হতে পারে তা চুলের জন্য ক্ষতিকর।

চলুন দেখে নেই চুলের যত্নে সঠিক হেয়ার স্ট্রেইটনার কিভাবে বেছে নেবেন-

চুলের ধরন

হেয়ার স্ট্রেইটনার কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার চুলের ধরন মাথায় রাখতে হবে। কারণ চুলের ধরনের ওপর ভিত্তি করে হেয়ার স্ট্রেইটনারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চুল যত বেয়াড়া ধরনের হবে, স্ট্রেইটনারের পাতগুলি তত চওড়া হওয়া জরুরি। আবার, চিকন পাতের হেয়ার স্ট্রেইটনার কম দৈর্ঘ্যের ঢেউ খেলানো চুলের জন্য যা স্ট্রেইট করা অপেক্ষাকৃত সহজ।

হেয়ার স্ট্রেইটনারের প্লেট নির্বাচন 

আপনার চুলের ধরন জানা শেষে সেই চুলের সাথে মিল রেখে হেয়ার স্ট্রেইটনারের প্লেট নির্বাচন করতে হবে। আপনার চুল যদি পাতলা ও হালকা কোঁকড়ানো হয়, তবে আপনার জন্য সিরামিক প্লেটের স্ট্রেইটনার। চুল নাজুক হলে সিরামিক প্লেট ব্যবহার করা যাবে। এছাড়া টাইটেনিয়াম প্লেটের হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করা সবচেয়ে ভালো। কারন এতে সমানভাবে তাপপ্রবাহ ঘটে, চুল পুড়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। 

স্ট্রেইটনারের তাপমাত্রা

স্ট্রেইটনারের তাপমাত্রা আপনার চুলের সোজা হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখলেও অনেকের ভুল ধারণা থাকে যে, যত বেশি তাপমাত্রা, চুল তত বেশি সোজা হবে। এটি সম্পূর্ণ ভুল এবং অধিক তাপে আপনার চুলের বিরাট ক্ষতি হতে পারে। 

হেয়ার স্ট্রেইটনারের সাইজ

যেহেতু নিজের ব্যবহারের জন্য কিনবেন। তাই, নিজের জন্য যেটা ভালো ও ধরতে আরামদায়ক সেই হেয়ার স্ট্রেইটনার কেনা উচিৎ। সেই সাথে চুলের সাইজের উপর ভিত্তি করে হেয়ার স্ট্রেইটনার ছোট/বড় কিনলে ভালো হয়। 

হেয়ার স্ট্রেইটনারের গুণমান

হেয়ার স্ট্রেইটনার কেনার সময়ে খেয়াল রাখবেন, সস্তা দামের হেয়ার স্ট্রেইটনার হয়তো কিনতে লোভ হবে, কিন্তু যেহেতু আপনার চুলের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িয়ে আছে, তাই গুণমানের সঙ্গে সমঝোতা না করাই ভালো। বরং সঞ্চয় করে এমন হেয়ার স্ট্রেইটনারে বিনিয়োগ করুন যা আপনার চুলের সবচেয়ে কম ক্ষতি করবে।

 

গুণমানের কথা যেহেতু এসেছে, সেক্ষেত্রে বাজারের সস্তা ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার না কিনে ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার কেনা উচিৎ। এত এত সস্তা ও নকল পণ্যের ভীড়ে আপনার আসল হেয়ার স্ট্রেইটনার খুঁজে পাওয়া দুষ্কর। এই সমস্যা নিরসনে প্রিয়শপে পাচ্ছেন ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার। আপনার চুলের ধরন ও বাজেটের মধ্যে সেরা হেয়ার স্ট্রেইটনার খুঁজে পেতে ভিজিট করুন এই লিংক। আর বেছে নিন আপনার পছন্দের হেয়ার স্ট্রেইটনারটি।